শনিবার ০২ আগস্ট ২০২৫

১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় হতদরিদ্র নারীদের চাল ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

রানার প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:১৫, ২ আগস্ট ২০২৫

শার্শায় হতদরিদ্র নারীদের চাল ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার উলাশিতে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইজন গ্রেপ্তার হয়েছেন। তারা এলাকায় বিএনপির কর্মী হিসেবে পরিচিত। উদ্ধারের পর চাল হতদরিদ্র নারীদের ফেরত দেওয়া হয়েছে। শনিবার  সকালে শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এর আগে গ্রামের অসহায় নারীদের কাছ থেকে সরকারি বরাদ্ধের চাল ছিনিয়ে নেওয়ার ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। প্রতিবেদনে উল্লেখ ছিল উলাশী ইউনিয়ন বিএনপির চার কর্মী এ ঘটনায় জড়িত। 

গ্রেপ্তার হওয়া বিএনপি কর্মীরা হলেন, শার্শার ধলদাহ গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস ও মোসলেম বিশ্বাসের ছেলে লালটু বিশ্বাস। তারা দুজন শার্শার উলশী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের ঘনিষ্টজন। 

উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, ধলদা মোড়ে ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যানে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার এবং আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন মামলা দায়ের করে।

শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা জানান, অভিযুক্তরা বিএনপি পরিবারের সদস্য। তারা দলের কোনো পদে নেই। চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ শোনার পর শুক্রবার সকালে গ্রামে দলের সভা ডাকা হয়। পরে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

শার্শা থানার ওসি কেএম বরিউল ইসলাম জানান, সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ দুই জনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারের পর চালনারীদের ফেরত দেওয়া হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: