
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী আজ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। তবে যাত্রী যাতায়াত স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সরকারি ছুটির কারণে মঙ্গলবার দিনভর বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৬ আগস্ট (বুধবার) সকাল থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম চালু হবে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, ছুটির দিন হওয়ায় বন্দরের পণ্য খালাসসহ সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতে ফেরত যাওয়া খালি ট্রাকগুলো পারাপার করতে পারবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন পাসপোর্ট চেকপোস্ট খোলা থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন হবে না।