বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৩০৬ কেজি পলিথিন জব্দ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৬:২৬, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:২৯, ১০ আগস্ট ২০২৫

যশোরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৩০৬ কেজি  পলিথিন জব্দ

যশোর শহরের বড় বাজার এলাকার লোহা পট্টির মা শীতলা ভাণ্ডারে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ১৩০৬ কেজি পলিথিন জব্দ করেছে। এ ঘটনায় ওই ব্যবসায়  প্রতিষ্ঠানকে প‌রি‌বেশ সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। রবিবার দুপুর দেড়টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর যশোর কার্যাল‌য়ে উপপরিচালক  এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় বাজারের লোহা পট্টির এলাকার মা শীতলা ভাণ্ডারের গোডাউনে অভিযান চালিয়ে ১৩০৬ কেজি পলিথিন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্র‌তিষ্ঠা‌নের মালিক প্রদীপকে ২০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যাতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রেজোনয়ান সরদার। এ সময় পুলিশসহ ১২ সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: