বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৮:১২, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:১২, ১১ আগস্ট ২০২৫

যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার পরোয়ানা ভুক্ত ৮ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ সদস্যরা।

আটক আসামীরা হলেন,নজরুল ইসলামের ছেলে মাসুদ (৪০), জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), আমজেদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), ইশরাত হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে নজরুল, সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০), আনোয়ার হোসেনের ছেলে বাবু(৩০), মুনছুর আলীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬), আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬), ইসমাইল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) উভয় থানা বেনাপোল যশোর।

সোমবার (১১ আগাস্ট) দুপুরে পুলিশ জানায়, পোর্টথানা এলাকা হইতে জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ৮ জন এবং নিয়মিত মামালায় ৩ জন আসামি গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: