বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসক্লাব য‌শো‌রের সা‌বেক সভাপ‌তি ফ‌কির শওকত হাসপাতা‌লে চি‌কিৎসাধীন

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১১:৩১, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০৪, ১৭ আগস্ট ২০২৫

প্রেসক্লাব য‌শো‌রের  সা‌বেক সভাপ‌তি ফ‌কির শওকত হাসপাতা‌লে চি‌কিৎসাধীন

প্রেসক্লাব য‌শো‌রের সা‌বেক সভাপ‌তি জ্যেষ্ঠ সাংবা‌দিক ফ‌কির শওকত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছেন। শ‌নিবার রা‌তে হৃদয‌ন্ত্রের সমস্যা নি‌য়ে য‌শোর জেনারেল হাসপাতা‌লে ভ‌র্তি হন তি‌নি। হাসপাতাল‌টির ক‌রোনা‌রি কেয়া‌র ইউনি‌টের তৃতীয় তলার প‌শ্চিম পা‌শে মু‌ক্তি‌যোদ্ধা কে‌বি‌নে তার চি‌কিৎসা চল‌ছে।

পা‌রিবা‌রিক সূত্র জানায়, ‌বেশ ক‌য়েক‌দিন আগে সাংবা‌দিক ফ‌কির শওক‌তের মাইল্ড হার্ট অ্যাটাক হয়। এর ম‌ধ্যে গতকাল শনিবার রা‌ত দশটার আবা‌রো অসুস্থ হ‌য়ে প‌ড়েন তি‌নি। ‌ওই সময় প‌রিবা‌রে সদস্যরা তা‌কে য‌শোর জেনারেল হাসপাতালে নি‌য়ে আসেন। হাসপাতাল‌টির জরু‌রি বিভা‌গে কর্মরত চি‌কিৎসক তখন তা‌কে ক‌রোনা‌রি কেয়ার ইউনি‌টে ভ‌র্তি ক‌রেন

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: