
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসাবে ড. ফারজানা নাসরিন যোগদান করেছেন। তিনি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ আগস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে তাকে পরবর্তী তিন বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। তিনি ইংরেজি বিভাগের পূর্ববর্তী চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব পালন কালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
উল্লেখ্য, ড.ফারজানা নাসরিন ইংরেজি বিভাগের প্রথম শিক্ষক হিসেবে ২০১৪ সালে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি বিভাগকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চান। এজন্য তিনি সবার দোয়া চেয়েছেন। তিনি ইংরেজি বিভাগ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।