সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫

১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এম এম কলেজের মেডিকেল কর্নারে ছাত্রদলের ঔষধ প্রদান

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:২০, ৩১ আগস্ট ২০২৫

এম এম কলেজের মেডিকেল কর্নারে ছাত্রদলের ঔষধ প্রদান

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেডিকেল কর্নারে ওষুধ সরবরাহ করেছে ছাত্রদল। রোববার দুপুরে কলেজ কর্নারটির দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারের কাছে ওষুধ হস্তান্তর করা হয়।

এদিন মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তারের হাতে এসব ওষুধ তুলে দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু। এ সময় উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম,  যুগ্ম আহ্বায়ক টিটোন তরফদার, গোলাম সরোয়ার, কলেজ ছাত্রদলের নেতা সোহানুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।

ওষুধ হস্তান্তর শেষে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমরা কিছুদিন আগে জানতে পারি যে, কলেজের মেডিকেল কর্নারে পর্যাপ্ত ওষুধ নেই। শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে, সেজন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। শুধু আজ নয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এমন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবো।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা জরুরি। ছাত্রদল বিশ্বাস করে, সেবামূলক কাজের মাধ্যমেই শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করা যায়। আমরা চাই, শিক্ষার্থীরা সুস্থ থেকে নির্ভয়ে পড়াশোনা করতে পারে।

এর আগে গত ২৯ আগস্ট দৈনিক রানার পত্রিকার প্রিন্ট সংস্করণে ‘যশোর সরকারি এমএম কলেজে নামেই রয়েছে মেডিকেল সেন্টার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কলেজ মেডিকেল সেন্টারের নাজুক অবস্থা, ওষুধ সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়গুলো উঠে আসে। সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

রানারে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে রোববার কলেজ মেডিকেল কর্নারে ওষুধ প্রদান করে ছাত্রদল। উপস্থিত শিক্ষার্থীরাও ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা জানান, শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত ওষুধ না থাকায় অনেক সময় সমস্যায় পড়তে হয়। এখন ওষুধ পাওয়ায় তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: