
দেশের শীর্ষস্থানীয় শিল্প ও আমদানীকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান লিটুর বাবা আলহাজ্ব বিশারত আলী জোয়ার্দার (৯৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
রোববার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। তবে রোববার তিনি মৃত্যুবরণ করেন। রোববার বাদ এশা মরহুমের পৈত্রিক বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিকলি গ্রামে জানাজা শেষে দাফন করা হবে।