সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫

১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে সুন্দরবনের দুইশত কেজি কাঁকড়া জব্দ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা) 

প্রকাশিত: ১৫:৪৪, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৪৮, ৩০ আগস্ট ২০২৫

শ্যামনগরে সুন্দরবনের দুইশত কেজি কাঁকড়া জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে অবৈধভাবে ধরা ২০০ কেজি কাঁকড়া ও ৫০০টি কাঁকড়া ধরার ‘চারু’ জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে টহল চলাকালীন প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ওই পরিমাণ কাঁকড়া জব্দ করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মুনতাসীর ইবনে মহসিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বেলা ১১ টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে টহল চলাকালীন সন্দেহজনক ৪টি কাঠের বোট তল্লাশি করে। এ সময়  প্রায় ২ লাখ ২০ হাজার টাকা  মূল্যের ২০০ কেজি অবৈধ কাঁকড়া ও ৫০০ টি কাঁকড়া ধরার ‘চারু’ জব্দ করা হয়। কাঁকড়াসহ জব্দ মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

জীব ও প্রাণ বৈচিত্র রক্ষায় জুন, জুলাই ও আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশের জন্য নিষেধাজ্ঞা জারি করে পশ্চিম বনবিভাগ। এ সময়ের মধ্যে কোনো বনজীবিকে সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র (পাস) দেওয়া হয় না। একইভাবে ওই নির্দিষ্ট সময়ে কোন পর্যটকও সুন্দরবনে প্রবেশ করতে পারেন না। তবুও বন্ধের সময় থেমে নেই সুন্দরবনের মাছ ও কাঁকড়া আহরণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: