সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫

১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শকুন্তলা গ্রন্থ নিয়ে বলুহর বাঁওড়ে প্রতিবেশ অধ্যয়ন 

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬:০৪, ৩০ আগস্ট ২০২৫

শকুন্তলা গ্রন্থ নিয়ে বলুহর বাঁওড়ে প্রতিবেশ অধ্যয়ন 

আকাশে মেঘের ঘনঘটা। থেমে থেমে ঝিরি ঝিরি বৃষ্টি। আবার কখনো মেঘ ও রোদের লুকোচুরি। শরতের এমন খেয়ালি আবহ মাঝে বাঁওড়ে নৌকায় ভেসে ভেসে চলে ‘শকুন্তলা’ গ্রন্থ নিয়ে বিশেষ প্রতিবেশ অধ্যয়ন। শুক্রবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ে বই পড়ার আন্দোলন সপ্তাহে একটি বই পড়ি’র উদ্যোগে ছিল এই আয়োজন। 

প্রতিবেশ অধ্যয়নের আলোচনা ও পাঠ-প্রতিক্রিয়ার বাকি পর্ব অনুষ্ঠিত হয় বলুহর বাঁওড় প্রজেক্টের সবুজ চত্বরে।  সেখানে আলোচনা, গানে ও কবিতায় গোধূলি সমাগত হলে সমাপ্তি ঘটে প্রতিবেশ অধ্যয়নের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা ও সভাপতি সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক  শাহ্জাহান কবীর। প্রধান অতিথি ছিলেন- কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. আমানুল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন- পাঠচক্রবন্ধু নুরুন্নবী। 

খালিদ হোসেন মৃধার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- সোনালী চৌধুরী, রাবেয়া খানম, মনিরা খাতুন, এহসানুল হক তামীম, শিমন বিশ্বাস, অপু দেবনাথ, হরিদাস বিশ্বাস, অভিজিৎ কুমার তরফদার।  গান গেয়ে শোনান- সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষার্থী শিল্পী ছোঁয়া মুন্সি, পায়েল হালদার অর্থি ও জান্নাতুল ফেরদৌস ফোয়ারা। স্বরচিত রুবাই পাঠ করেন- বিশ্বজিত রায়। আবৃত্তি করেন- মনিরা খাতুন, স্বপ্না খাতুন ও হামিদা হিমু। দুষ্মন্ত ও শকুন্তলা চরিত্রে অভিনয় করে দেখান বিশ্বজিত ও হিমু। 

এর আগে এদিন সকালে যশোর রেলস্টেশনে সপ্তাহে একটি বই পড়ির জন-পাঠাভ্যাস উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক যাত্রীকে বই উপহার দেওয়া হয়। দুপুরে পাঠচক্রবন্ধুরা মহেশপুরের সুন্দরপুর জমিদারবাড়ি পরিদর্শন করেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: