বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫

১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, বঞ্চিতদের বিক্ষোভ-স্বতন্ত্র ভোটের ঘোষণা

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪১, ২৫ ডিসেম্বর ২০২৫

যশোরের তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, বঞ্চিতদের বিক্ষোভ-স্বতন্ত্র ভোটের ঘোষণা

যশোরের তিনটি সংসদীয় আসনের দুইটিতে বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনসহ একটি আসন যুগপৎ আন্দোলনের শরিক দলকে ছেড়ে দেওয়া নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে। নতুন করে এমন ঘোষণার পর বিক্ষোভ মিছিল করে জানিয়েছেন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মণিরামপুর আসনের বিএনপির নেতাকর্মীরা। এদিকে, দলীয় মনোনয়ন পরিবর্তনের পর দলের মনোনয়ন প্রত্যাশীদের কেউবা আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

যশোর-৫ (মণিরামপুর) আসনে পূর্বে ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের দলীয় মনোয়নন পরিবর্তন করা হয়েছে। সেখানে যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। আর এ খবর ছড়িয়ে পড়ার পর শহীদ ইকবাল হোসেনের তার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন । এর আগে দলীয় মনোনয়ন পেয়েছিল উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল।

মণিরামপুর আসনে মনোনয়ন পরিবর্তনের খবরে দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করে। এছাড়া অধিকাংশ কর্মী-সমর্থকরা ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলেন। কেউ কেউ স্ট্যাটাস দিয়ে লেখেন- ‘মণিরামপুরে দাঁড়িপাল্লা ঠেকানোর মতো মনে হয় আর কোনো অপশন থাকলো না........।

এদিকে, যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এর ফলে পূর্বে মনোনয়নপ্রাপ্ত কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন থেকে বাদ পড়লেন। আর বুধবার রাতে এই আসনে প্রার্থী পরিবর্তনের খবর প্রকাশের পর দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু স্বতন্ত্রভাবে ভোটে অংশ নেবেন জানিয়ে ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন। 

তিনি পোস্টে লেখেন- প্রিয় কেশবপুরবাসী সকলকেই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতি মধ্যে কেশবপুর-৬ আসনে আমার পক্ষে কেশবপুরের জনগণ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় আশাবাদ পুনর্ব্যক্ত করছি। আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: