যশোরে শিশু-কিশোরদের সংগঠন ‘কচি কণ্ঠের আসর’র ৫ সদস্যের জেলা কমিটি গঠন হয়েছে। ফারহীন আহমেদকে সভাপতি ও রাইয়াদ ফেরদৌস হামিমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, অর্থ সচিব আমিনুল ইসলাম, সদস্য জাফর ইকবাল ও শামিম এজাজ। গত ২৪ ডিসেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যশোর জেলা কমিটির অনুমোদন দিয়েছে।


























