
যশোর সদর উপজেলার হরিপদপুর ইউনিয়নের লাউখালী বাঁওড়ের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা। ওই শিশু হলো- রহমত বিশ্বাসের ছেলে আপন (৮) ও হোসেন আলীর ছেলে মুজাহিদ (৬)।
পারিবারিক সূত্রে জানা গেছে, খেলতে খেলতে তারা মাছ ধরতে নামে বাঁওড়ে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১২টার দিকে দুজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফ হোসাইন তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া