বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জাতীয় কন্যা শিশু দিবস পালন

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ৮ অক্টোবর ২০২৫

যশোরে জাতীয় কন্যা শিশু দিবস পালন

‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- প্রতিপাদ্য নিয়ে যশোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়।
এদিন সকালে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ডিসি অফিসের সভাকক্ষ অমিত্রাক্ষরে দিবসটির আলোচনা সভা হয়। 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকের সভাপতিত্বে ও সোহানুর রহমান সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের ডিসি আজাহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা ইতি রাণী সেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনসিপির প্রতিনিধি সালমা আক্তার আশা, জুলাই যোদ্ধা রাকিবুল ইসলাম প্রমুখ। কন্যা শিশু দিবসে অনুভূতি ব্যক্ত করেন, সামিয়া আক্তার ও মুক্তা খাতুন।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: