
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা বটতলা এলাকায় ‘ইত্যাদি’র শুটিং চলাকালীন হারিয়ে যাওয়া একটি উন্নত মানের ফগ লাইট উদ্ধার হয়েছে। একটি মাঠের ভেতর ব্যাগের ভেতর ওই লাইটটি পাওয়া যায়।
জানা গেছে, ঈসালডাঙ্গা গ্রামের রেনী হোসেন দুই দিন আগে একটি মাঠের ভেতর ব্যাগের মধ্যে লাইটটি পড়ে থাকতে দেখেন। সেটি তিনি বাড়ি যান। এরপর লাইটটি পাওয়া গেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পাশাপাশি লাইটটি ফেরত দেওয়ার ব্যাপারে নাজমুল হোসেন নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করেন।
নাজমুল জানান, আমি শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিষয়টি সম্পর্কে ‘ইত্যাদি’র পরিচালনা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই যে লাইটটি তাদেরই সরঞ্জাম। লাইটটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।