বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যানে না ওঠানোয় ঝিনাইদহে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্র কুপিয়ে জখম

প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ১৭:৫৯, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৫৯, ৮ অক্টোবর ২০২৫

ভ্যানে না ওঠানোয় ঝিনাইদহে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্র কুপিয়ে জখম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। ভ্যানে চড়াতে রাজি না হওয়ায় তাদের কুপিয়ে জখম করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ডাব বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার ছেলে ইজাজুল হোসেন (২২)। তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাজিতপুর গ্রামে। 

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে ইজাজুল গোয়ালপাড়া বাজারে ভ্যানে করে ঝাল-মুড়ি বিক্রি শেষে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় গোয়ালপাড়া বাজারের আব্দুর রহিমের ছেলে শিমুল ভ্যানে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। জাহাঙ্গীর হোসেন তখন তাকে বলেন- আযান হলো, আমি নামাজ পড়ে বাড়ি যাব। এখন অন্য কোথাও যেতে পারছি না। এ কথা শুনে শিমুল দা দিয়ে বাপ-ছেলেক উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। 
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় জড়িত অপরাধীকে ধরতে অভিযান চলছে। দ্রুতই তাদের আটক করা সম্ভব হবে। 
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: