রোববার ০৩ আগস্ট ২০২৫

১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় তিন গণমাধ্যম ও সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত: ১৯:৪৭, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৪৭, ৩০ জুলাই ২০২৫

কুষ্টিয়ায় তিন গণমাধ্যম ও সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় এক ছাদের নিচে তিনটি গণমাধ্যম ও একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রার প্রকাশক-সম্পাদক আল- মামুন সাগর ফিতা কেটে উদ্বোধন করেন । একই সাথে উদ্বোধন হয় বহুল প্রচারিত দৈনিক জয়যাত্রা'র বার্তা ও  বাণিজ্যিক কার্যালয়, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম একাত্তর প্রকাশ ও বেঙ্গল প্রেস এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন পিপল বাংলাদেশ'র অফিস ।

উদ্বোধনী বক্তব্যে আল-মামুন সাগর বলেন, ‘গণমাধ্যমের মূল লক্ষ্য হলো মানুষের সত্য কথা তুলে ধরা । দৈনিক জয়যাত্রা শুরু থেকেই গণমানুষের মুখপাত্র হয়ে কাজ করে যাচ্ছে। অনলাইন মাধ্যমগুলোকেও একই ধারাবাহিকতা বজায় রাখতে হবে । আর তরুণরাই দেশের উন্নয়নের সবচেয়ে বড় শক্তি । তাদের সৃজনশীলতাই সমাজ পরিবর্তনের হাতিয়ার ।'

এসময় গ্রীন পিপলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সমাজের প্রকৃত কল্যাণ তখনই সম্ভব, যখন সেবাই হবে মুখ্য উদ্দেশ্য । তরুণদের হাত ধরে সামাজিক সমস্যা যেমন বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে হবে ।’

এর আগে বিকেল সাড়ে চারটায় মাজেদা আনোয়ার সুপার মার্কেটের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মজমপুর গেট, জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে উদ্বোধনস্থলে এসে শেষ হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা, কুষ্টিয়া জেলা সদস্য সচিব তায়েফ হাসান, একাত্তর প্রকাশ সম্পাদক সুমন মিয়া, গ্রীন পিপলের প্রতিষ্ঠাতা ও বেঙ্গল প্রেস সম্পাদক তোহা বিন আসাদ দ্বীপ, ব্যবস্থাপনা সম্পাদক সামসুন্নাহার সোনালী, জয়যাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ নবীনসহ গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা । উদ্বোধনী অনুষ্ঠানের পর শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় ৷

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: