রোববার ০৩ আগস্ট ২০২৫

১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ২০:১৭, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ২০:২০, ৩০ জুলাই ২০২৫

শরীয়তপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সোমবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু ।

প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বক্তব্যে বলেন, 'বৃক্ষ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়, ফলে বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাই এ ধরণের উদ্যোগে ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা সবসময় থাকবে।

সংগঠনটির সভাপতি সুরুজ আহমাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরদার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের মাঝে ২ শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, আতাউর রহমান খান ফাউন্ডেশন শুধু গাছের চারা বিতরণ ছাড়াও সারাবছরই বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে।

আতাউর রহমান খান ফাউন্ডেশনের সভাপতি মো. সুরুজ আহমাদ খান বলেন, এ ধরণের কর্মসূচি আগামীতেও অব্যহত থাকবে।

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: