
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটা ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ার সাইদুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তল্লাশী শেষে প্রাপ্ত অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।