বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫

১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সিআইডি টিমের ওপর হামলা

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

যশোরে সিআইডি টিমের ওপর হামলা

যশোর সদ‌রের রাজারহাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে  ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট- সিআইডি'র যশোর জোনের একটি দল । হামলায় শহীদুল ইসলাম নামে একজন কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হ‌য়ে‌ছে।  

জানা গে‌ছে,  বৃহস্পতিবার সকালে সিআইডি যশোর জোনের একটি দল মাদকের বড় চালান সংক্রান্ত এক‌টি গোপন খবর পে‌য়ে অভিযান চালায়। কয়েকজন অফিসার এবং কয়েকজনের কনস্টেবল ওই অভিযানের নেতৃত্বে ছিলেন। রাজারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের কয়েকটি ডেরায় অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীরা উল্টো ধাওয়া করে সিআইডির ওই টিমকে ।
এ সময় সিআইডির কনস্টেবল শহিদুল ইসলাম আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এদিকে এ ঘটনায় সিআইডির একজন সাব ইন্সপেক্টর থানায় মামলা করেছেন। পুলিশের কয়েকটি টিম এবং সিআইডি ওই এলাকায় এখনো অভিযান অব্যাহত রেখেছে।

সিআইডির ইন্সপেক্টর তুষার জানিয়েছেন, এ ব্যাপারে আইনগতভাবে এগোনো হচ্ছে

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: