বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৩৭, ৯ অক্টোবর ২০২৫

যশোরে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক

যশোর সীমান্ত থেকে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহিদ (৪২) নামে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দুজনের মধ্যে প্রকাশ সিকদার একজন ভারতীয় নাগরিক।

বিজিবির তথ্য অনুযায়ী, প্রকাশ সিকদার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে। অপর আটক আব্দুল শহিদ যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদক ও চোরাই পণ্য জব্দ করা হয়।

অভিযানে বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে ভারতীয় মদসহ প্রকাশ সিকদারকে এবং ফেন্সিডিলসহ আব্দুল শহিদকে আটক করা হয়।

লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, জব্দকৃত মাদক ও পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার ২০০ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও চোরাই মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের করা হয়েছে।

 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: