বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় নিখোঁজ ভ্যানচালকের বাক্সবন্দি মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বেনাপোল(যশোর)

প্রকাশিত: ১৬:২৬, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:২৭, ১৪ অক্টোবর ২০২৫

শার্শায় নিখোঁজ ভ্যানচালকের বাক্সবন্দি মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় কাঠের বাক্সভর্তি অবস্থায় এক ভ্যানচালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার হয়েছে। আব্দুল্লা নামে ওই ভ্যানচালক নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় অভিযোগের তিনদিন পর মরদেহটি মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ৪ দিনের ব্যবধানে উপজেলাটিতে আবারো ভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যার ঘটনা ঘটলো। 

জানা গেছে, এদিন উপজেলার কাজিরবেড় গ্রামের এক প্রবাসী সুমনের বসতবাড়ি থেকে আব্দুল্লা নামে ওই ভ্যানচালকের বাক্সবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও সন্দেহভাজন ৩ জনকে অবরুদ্ধ করে রাখে জনতা। 

এলাকাবাসী জানায়, গত ১০ অক্টোবর প্রতিদিনের মত বাড়ি থেকে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হন শার্শা ইউনিয়নের গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে আব্দুল্লা। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের কাছে খোঁজখবর নেয়। কিন্তু তার কোনো খোঁজ না পাওয়া গত ১১ অক্টোবর থানায় অভিযোগ করা হয়। এরপর পুলিশ শার্শার বসতপুর গ্রামের প্রবাসী সুমনের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে তালাবদ্ধ একটি কক্ষে কাঠের বাক্সের মধ্যে অর্ধগলিত অবস্থায় ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠায়। 

এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজন ও শতশত গ্রামবাসী ভীড় জমায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমনের বড় ভাই ইজিবাইক চালক রফিকুল তার স্ত্রী সন্তানকে অবরুদ্ধ করে রাখে জনতা। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নিহতের স্ত্রী ফেরদৌসি জানান, ভ্যান চালাতে যাওয়ার আগের তার স্বামী বলেছিলেন- ছেলেমেয়েদের জন্য মিষ্টি কিনে আনবে। কিন্তু আর ফিরলো না। দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে গেলাম। প্রতিবেশী রহমত জানান, গত ১০ অক্টোবর পাশ্ববর্তী গ্রামের মাসুম বিল্লাহ নামে আরেক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছিল। 

শার্শা থানার ওসি আব্দুল আলীম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযুক্তদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: