বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় আছে : গয়েশ্বর রায়

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৫৯, ১৫ আগস্ট ২০২৫

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় আছে : গয়েশ্বর রায়

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। কারও পাতানো ফাঁদে পা না দিতে তিনি দলের নেতাকর্মীদের আহ্বান জানান। 

গয়েশ্বর রায় বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। এখনও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: