বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল) 

প্রকাশিত: ১৭:৫৮, ১৬ আগস্ট ২০২৫

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে লোহাগড়া পৌর শহরের সিএন্ডবি চৌরাস্তায় ন্যাশনাল পিপলস পার্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। 

উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বেলাল আহমেদ, নড়াইল জেলা এনপিপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা এনপিপির সহ-সভাপতি শেখ বদরুল ইসলাম, উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুব ফ্রন্টের সভাপতি অ্যাড. মেহেদী হাসান অপু, মহিলা নেত্রী ফাতেমাতুর জোহরা (হীরা) মহিলা নেত্রী ববিতা খানম, ডেইজি বেগম, আফসানা মিম, প্রভাসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল আলম।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: