যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পাঠাগারটির হলরুমে সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মুনশি মেহেরুল্লাহ গবেষক কবি নাসির হেলাল। প্রধান অতিথি ছিলেন মুনশি মেহেরুল্লাহ’র প্রপৌত্র সেনাবাহিনীর অবসরাপ্রাপ্ত কর্নেল ড. মেহের মহব্বত। বিশেষ অতিথি ছিলেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজিন খান, পিআইবির খুলনা কার্যালয়ের পরিচালক এসএম কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপ-পরিচালক কবি দীপক সাহা, কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান, কবি আহমদ রাকীব, কথাসাহিত্যিক ডা. শেখ আলাউদ্দিন ও বারোবাজার প্রত্নতত্ত্ব সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাস্টার আরশেদ আলী পাতা।
উপস্থিত ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মন্টু, সভাপতি রওশন আলী, সাহিত্য সম্পাদক সাংবাদিক জুবায়ের হোসেন, পাঠাগারের কার্যনির্বাহী সদস্য দৈনিক রানারের স্টাফ রিপোর্টার উবাঈদ হুসাইন আল সামি, আব্দুল্লাহ আল মামুন, নূরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।


























