যশোরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে। আর যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে শরিয়তপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) ৬৪ জেলার পুলিশ সুপার পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সংসদ নির্বাচনকে সামনে রেখে সব জেলার জন্য পুলিশ সুপার রদবদলের জন্য লটারি করা হয়। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


























