‘অমিত্রাক্ষর’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর সদর উপজেলার শিক্ষার্থীদের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত সংগঠনটিকে গতিশীল করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করা, যশোর সদরে সেবামূলক কর্মকাণ্ডসহ উপজেলাটির এলামনাইদের ডাটাবেজ তৈরির সিদ্ধান্তও হয় এই সভায়। আর তাদের সাথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে আগামী ছয় মাসের জন্য ‘অমিত্রাক্ষর’র আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
কমিটির আহ্বায়ক সাইব আল ইহতিসান, যুগ্ম-আহ্বায়ক জিহানুল হক, আহনাফ শাফিন, সাইম আল ইহতিসাম , নূর রাদিয়া তাহিয়াত, মেহেদি হাসান, আনমুন জেসমিন ও হামিদুর রহমান সুজন, সদস্য সচিব রেহনুভা রাইসা, রহিম অর্চি, যুগ্ম সদস্য মুশফিক হাসান, ইসরাত তাসনিম ফারাহ, তুরজাউন, রেজোয়ান হাসান, ফারহানা হক ইলা, সাইফুর রহমান লিমন, সাদিয়া ফাইরুজ, আকলিমা খাতুন, আবিদ চাকলাদার ও বিএম ফাহাদিয়া। সদস্যরা হলেন, সাঈদ আফ্রিদী, মাহমুদ হাসান, রুবেল হোসেন, আশিকুর রহমান, তামিম আহমেদ, শাওন সরকার, মাহফুজা খাতুন মীম ও রমজান হোসেন চাঁদ।


























