যশোর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে ফতেপুর ইউনিয়নে মৎস্যজীবী দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা কচাতলা এলাকায় এই নির্বাচনী কার্যক্রম ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাকির হোসেন মিঠু, নগর মৎস্যজীবী দলের নেতা ইউছুব বিশ্বাস সোহান, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ তুষার, ফতেপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ। এছাড়াও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল ও স্লোগানের মাধ্যমে এলাকা প্রদক্ষিণ করেন।


























