শুক্রবার ০৫ ডিসেম্বর ২০২৫

১৯ অগ্রাহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শালিখায় অসুস্থ কর্মীর দুই বিঘা জমির ধান মাড়াই জামায়াত নেতাকর্মীদের

প্রতিনিধি, শালিখা (মাগুরা)

প্রকাশিত: ১৩:৪১, ২৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪১, ২৯ নভেম্বর ২০২৫

শালিখায় অসুস্থ কর্মীর দুই বিঘা জমির ধান মাড়াই জামায়াত নেতাকর্মীদের

মাগুরার শালিখা উপজেলায় অসুস্থ এক জামায়াত কর্মীর দুই বিঘা জমির আমন ধান মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শনিবার ভোর থেকে আড়পাড়া ইউনিয়নের আমির আব্দুল হাকিম বাচ্চু ইউনিয়নটির ২৫ জন জামায়াত কর্মীর সহযোগিতায় ৪টি মেশিনের মাধ্যমে ধান মাড়াই করেন। অসুস্থ ওই জামায়াত কর্মী লিয়াকত বিশ্বাস ইউনিয়নটির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও শ্রীহট্ট গ্রামের বাসিন্দা। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন মৃধা, আড়পাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাজু আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আড়পাড়া ইউনিয়নের সভাপতি নাছির উদ্দীন প্রমুখ।

ধান মাড়াই কালে আড়পাড়া ইউনিয়নের আমির আব্দুল হাকিম বাচ্চু জানান, জামায়াতের কেউ সাংগঠনিক কোনো কাজে গিয়ে আহত বা নিহত হলে দলীয়ভাবে সহযোগিতা করা হয়। এটি একটি আবশ্যকীয় কর্তব্য বলে মনে করা হয়। এই ধান মাড়াই তারই একটি অংশ। যা অতীতেও ছিল। ভবিষ্যতে চালু থাকবে ইনশাল্লাহ।

চলতি মাসের ২২ তারিখে মাগুরা-২ আসনে দলেটির সংসদ এমপি প্রার্থী অধ্যাপক এমবি বাকেরের মোটরসাইকেল শোভাযাত্রার সময় লিয়াকত বিশ্বাসের বাম পা ভেঙে যায়। বর্তমানে তিনি মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: