সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫

১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

২৭তম হত্যাবার্ষিকীতে বক্তারা

আইনি জটিলতা দেখিয়ে সাংবাদিক মুকুল হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের দুর্বলতা

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৪৫, ৩০ আগস্ট ২০২৫

আইনি জটিলতা দেখিয়ে সাংবাদিক মুকুল  হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের দুর্বলতা

যশোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে দৈনিক রানার পত্রিকার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৭তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দিবসটি পালন উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

হত্যাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, আইনি জটিলতা দেখিয়ে সাংবাদিক মুকুল হত্যার বিচার হচ্ছে না। এটা রাষ্ট্রের দুর্বলতা। দেশে যত সাংবাদিক হত্যাকাণ্ড ঘটেছে, কোনোটাই বিচারের মুখ দেখেনি। সাংবাদিক হত্যা-নির্যাতনে জড়িতদের চিহ্নিত ও বিচার না হওয়ায় খুনিদের উন্মাদনা বেড়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, সাহসী সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যার বিচার না হওয়া অত্যন্ত কষ্টের। এতে হত্যাকারীরা উৎসাহী হবে। সাংবাদিকদের মনোবল ভেঙে পড়বে।

বেলা সাড়ে ১১টায় শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক রানার, দৈনিক লোকসমাজ, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক সমাজের কথা পত্রিকাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে প্রেসক্লাব যশোরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগেও পৃথক আরেকটি আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

প্রেসক্লাব যশোর আয়োজিত দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোক্তার আলী। বক্তব্য রাখেন, ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। 

এদিকে, সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নটির সভাপতি আকরামুজ্জামান। ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলাহ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক আরএম কবিরুল আলম দিপু, সাংবাদিক এম আব্দুল্লাহ, বিএম আসাদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ। 

১৯৯৮ সালের এই দিন রাত ১০টার দিকে যশোর শহর থেকে নিজ বাসভবনে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হয়ে ছিলেন দৈনিক রানারের সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল। গত দেড় দশক ধরে উচ্চ আদালতে মুকুল হত্যা মামলা আটকে আছে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: