বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে যখম

প্রতিনিধি, বাগআঁচড়া

প্রকাশিত: ১৭:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৫

শার্শায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে যখম

যশোরের শার্শা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাসেল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলা গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাসেলকে ওই রাতেই শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি গ্রামটির আব্দুল হামিদের ছেলে।

জানা গেছে, রাসেলের সাথে গ্রামের কিছু যুবকের শত্রুতা রয়েছে। তার জেরে এই হামলার ঘটনা ঘটে।  ঘটনার দিন রাসেল বাজার থেকে রাতে বাসায় ফেরার পথে নির্জন একটি স্থানে হামলার শিকার হন রাসেল। ওৎ পেতে থাকা অগ্রভুলোট গ্রামের খোদাবক্সের ছেলে হাবিল, আনিছুরের ছেলে চঞ্চল, হাসানের ছেলে সজিব ও কামালের ছেলে সাগর দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামালা চালায়। রাসেলল চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা  পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।  

শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: