বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধ

সভা চলাকালে সংঘর্ষের পর হাসপাতালেও  মারামারি বিএনপি ও জামায়াতের

প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ১৮:০৭, ৭ আগস্ট ২০২৫

সভা চলাকালে সংঘর্ষের পর হাসপাতালেও  মারামারি বিএনপি ও জামায়াতের

ঝিনাইদহে স্কুল কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে বিএনপি ও জামায়াতের ১৫ নেতাকর্মী  আহত হয়েছেন।  বৃহস্পতিবার স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রবতীতে হাসপাতালেও মারামারিতে জড়িয়ে পড়েন দল দুটির নেতাকর্মীরা। আহতদের মধ্যে জামায়াতের ৯ জন ও ৬ জন বিএনপির নেতাকর্মী। 

জানা গেছে, ৪ মাস আগে জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম ঝিনাইদহ সদরের মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হন। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দুটির নেতাকর্মীরা।

হাসপাতালে গিয়ে যায়, রক্তমাখা শরীরে তীব্র ব্যাথায় কাতরাচ্ছেন সবাই। জরুরি বিভাগে কারো কারোর মাথা দিয়ে রক্ত ঝরছে। কেউ ব্যান্ডেজ বাধা অবস্থায় বসে আছেন। এমন সময়ও একদল লোক এসে আহতদের ওপর আবারো হামলা চালায়। 

বৃহস্পতিবার স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপির সমর্থক কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ আহন হন। 
জামায়াতের আহতরা হলেন, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। বিএনপি ও জামায়াত সমর্থিত আহতরা সবাই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে  বেলা ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দুই দলের নেতাকর্মীরা আরেক দফা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামলার বিষয়ে বিএনপি ও জামায়াত পরস্পরকে দোষারোপ করছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে গঠিত স্কুলের কমিটি নিয়ে মারামারির সূত্রপাত।  একপক্ষ কমিটি মানতে নারাজ। তারাই বৃহস্পতিবার হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। ওসি আরো জানান, এখনও থানায় কোনো পক্ষ মামলা করেনি। তবে দুই পক্ষ মামলা করলে রেকর্ড করা হবে। 
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: