যশোরে যানজট নিরসন ও দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিনই যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যই এই যানজটের প্রধান কারণ। ফলে অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ‘নিরাপদ সড়ক আন্দোলন’র যশোর জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব সাকিব রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও বি.এম. সাগর হোসাইন, যুগ্ম সদস্য সচিব রিয়াদ হোসেন, এম এম রাফিকুল হাসান, মণিরামপুর উপজেলা শাখার সদস্য সচিব জোবায়ের নাঈমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।


























