
পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে যশোরে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এদিন বিকেলে শহরের ঈদগাহ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি দড়াটানা ঘুরে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এর আগে ঈদগাহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল বলেন, ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একইসঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর শহর শাখার আমীর শামসুজ্জামান, প্রচার শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলার আমির অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।