রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫

১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে এনসিপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন, ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

যশোরে এনসিপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন,  ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট-বড় গোলাপুর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এর আগে নওয়াপাড়া ইউনিয়ন এনসিপি আয়োজিত শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, এনসিপি গণমানুষের রাজনীতি করে। আমরা গ্রামের মানুষের সঙ্গে দাঁড়িয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কল্যাণে কাজ করছি। প্রতিটি গ্রাম ও ইউনিয়নে আমরা কার্যকরী ইউনিট গড়ে তুলছি। আমরা স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতি, হানাহানি ও চাঁদাবাজি প্রতিহত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।  অন্য রাজনৈতিক দলগুলো সরকারি জায়গা দখল ও বিভিন্ন ক্ষেত্রে বল প্রয়োগ করছে। আমরা সেই পথ অনুসরণ করি না।

এদিকে, নওয়াপাড়া ইউনিয়ন এনসিপি আয়োজিত শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।
অফিস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, এনসিপির জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, নুরুজ্জামান, জাতীয় যুব শক্তির জেলা কমিটির আহবায়ক ইমদাদ হোসাইন, সদস্য সচিব ফারহীন আহমেদ, নারী সংগঠক সায়মা সিদ্দীকা প্রমুখ।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: