
যশোরে টেস্টি ট্রিট কনফেকশনারিসহ দুইটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের যশোর কার্যালয় পরিচালিত এক অভিযানে এই অভিযান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের এমকে রোডে অবস্থিত টেস্টি ট্রিট কনফেকশনারিতে বিক্রির জন্য সংরক্ষিত প্রাণ পটাটো স্পাইসি বিস্কুটের পাকেটে ১৬ প্যাকেট বিস্কুট থাকার কথা থাকলেও প্যাকেট খুলে ভেতরে পাওয়া যায় ১৫ প্যাকেট বিস্কুচ। ওজন ১৯২ গ্রাম হওয়ার কথা থাকরেও ১৭৯ গ্রাম ওজন পাওয়া যায়; যেটি প্রতারনামুলক ও ভোক্তা অধিকার বিরোধী। যার কারণে টেস্টি ট্রিট কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিউ বাধন ফুডকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিল জেলা পুলিশের একটি টিম ও ক্যাব সদস্য।