
ভারত থেকে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ আমলের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ ৭ দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। শুক্রবার বিকেলে শহরের ভৈরব চত্বর থেকে মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দলটির প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামউদ্দিন অমিত, কেন্দ্রীয় কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরুপা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, জাগপা নেতা শাহাজাদা ইমরান, প্রতাপ বিশ্বাস, মঞ্জুর রহমান, রেজোত্তয়ান বাবু, রিয়জ হোসেন, মিলন হোসেন সুরুজ প্রমুখ।