
পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার দৃশ্যমান বিচারসহ বিভিন্ন দাবিতে যশোরে সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করে দলটির জেলা শাখা।
শহরের দড়াটানা ভৈরব চত্বরে দলের জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহা. শোয়াইব হোসেন বলেন, পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ব থাকে না।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম নুরুল, সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি এইচএম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম আখতারুজ্জামান তাজু, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না, সদর থানা সেক্রেটারি মাওলানা ওসমান গনি, পৌর শাখার সেক্রেটারি অলিউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।