
যশোরে জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের শহীদ আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবশক্তির আহ্বায়ক ইমদাদুল হক।
প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।
এ সময় বক্তব্য রাখেন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান, এনসিপির জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, মো. নুরুজ্জামান, যুবশক্তির জেলা আহ্বায়ক ইমদাদুল হক, সদস্য সচিব ফারহিন আহমেদ, মুখ্য সংগঠক সোহানুর রহমান, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ইবনে সাহাদ প্রমুখ