
যশোর সরকারি সিটি কলেজে নাগরিক অধিকার নিয়ে একটি বৈঠক হয়েছে। শনিবার বেলা ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে দি হাঙ্গার প্রজেক্ট এই বৈঠকের আয়োজন করে। এতে সিটি কলেজসহ শহরের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নিশাত আফরিনের সঞ্চালনায় ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কবি ও অনুগল্পকার মামুন আজাদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক রানারের প্রতিবেদক উবাঈদুল হুসাইন আল্ সামি।
স্বাগত বক্তব্য রাখেন সুমাইয়া খাতুন। দি হাঙ্গার প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন আকাশ রায়। নাগরিক অধিকার বিষয়ে গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট’র যশোর সরকারি সিটি কলেজ শাখার কো-অর্ডিনেটর অপু দেবনাথ। তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে আলোচনা করেন খালিদ হাসান মৃধা। নাগরিক অধিকার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন, সোনিয়া ইসলাম, সোমা খাতুন, আকাশ রায়, ইয়ানা পারভিন, প্রদীপ রায় প্রমুখ ।