
সাতক্ষীরা সদর হাসপাতালের বিতর্কিত আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফয়সাল আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে। এর আগে তিনি রোগীকে কান ধরে ওঠবস করানোর অভিযোগে সমালোচিত হয়েছিলেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মেহেরপুরে মেডিকেল অফিসার পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ষষ্ঠ দিন থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। এ ছাড়া পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে তা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।