
বাংলাদেশের ক্ষুদ্রতম গ্রাম ‘শ্রীমুখ’। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত গ্রামটির আয়তন মাত্র ৬০ শতক। গ্রামটিতে বাড়ি মাত্র একটি। গ্রামের জনসংখ্যা মাত্র পাঁচজন। তাদের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী। গ্রামটিকে এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট গ্রাম হিসাবে দাবি করা হচ্ছে।
শ্রীমুখ গ্রামের আফতাব আলী (৮০) প্রায় ২৫-২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। মাঝে-মধ্যে তিনি দেশে আসেন। বাড়িতে থাকেন তার স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম (১৬) এবং আফতাবের দুই বোন দিলারা বেগম (৩৮) ও আঙ্গুরা বেগম (৩৫)। রাস্তা না থাকায় সুমাইয়া ফুফুর বাড়ি তেলীকোনা গ্রামে থেকে পড়াশোনা করে। ২০২৪ সালের ভোটার তালিকা অনুসারে গ্রামের ভোটার দুজন। তারা হলেন দিলাররা বেগম ও আঙ্গুরা বেগম।
জানা যায়, এক বাড়ির ওই গ্রামটি ছিল একজন হিন্দু পরিবারের। ১৯৬৪ সালে তারা আফতাবের দাদা হাবিব উল্লাহর কাছে বাড়ি ও জমি বিক্রি করে ভারতে চলে যান। এরপর থেকে সেখানে হাবিবের বংশধররা বসবাস করে আসছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তিনি গ্রামটি পরিদর্শন করেছেন। রাস্তার সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।