বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়ার ক্ষুদ্রতম গ্রাম ‘শ্রীমুখ’

রানার ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ২ জুলাই ২০২৫

আপডেট: ১৯:২২, ২ জুলাই ২০২৫

এশিয়ার ক্ষুদ্রতম গ্রাম ‘শ্রীমুখ’

বাংলাদেশের ক্ষুদ্রতম গ্রাম ‘শ্রীমুখ’। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত গ্রামটির আয়তন মাত্র ৬০ শতক। গ্রামটিতে বাড়ি মাত্র একটি। গ্রামের জনসংখ্যা মাত্র পাঁচজন। তাদের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী। গ্রামটিকে এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট গ্রাম হিসাবে দাবি করা হচ্ছে।


শ্রীমুখ গ্রামের আফতাব আলী (৮০) প্রায় ২৫-২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। মাঝে-মধ্যে তিনি দেশে আসেন। বাড়িতে থাকেন তার স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম (১৬) এবং আফতাবের দুই বোন দিলারা বেগম (৩৮) ও আঙ্গুরা বেগম (৩৫)। রাস্তা না থাকায় সুমাইয়া ফুফুর বাড়ি তেলীকোনা গ্রামে থেকে পড়াশোনা করে। ২০২৪ সালের ভোটার তালিকা অনুসারে গ্রামের ভোটার দুজন। তারা হলেন দিলাররা বেগম ও আঙ্গুরা বেগম।
জানা যায়, এক বাড়ির ওই গ্রামটি ছিল একজন হিন্দু পরিবারের। ১৯৬৪ সালে তারা আফতাবের দাদা হাবিব উল্লাহর কাছে বাড়ি ও জমি বিক্রি করে ভারতে চলে যান। এরপর থেকে সেখানে হাবিবের বংশধররা বসবাস করে আসছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তিনি গ্রামটি পরিদর্শন করেছেন। রাস্তার সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: