
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দু'জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান চঞ্চল হোসেনের ছেলে রিয়াদ (১৬) এবং তার ফার্মের কর্মচারী ফরিদপুর গ্রামের পলাশ (৪০)।
এলাকাবাসী জানায়, রিয়াদ ও পলাশ নওদাপাড়া ইটভাটার নিকট রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলো। পরে স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে দ্রুত আলমডাঙ্গা আল মদিনা ক্লিনিকে নিয়ে যায়। এসময় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ধারণা করছেন, কোনো যানবাহন মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় তারা রাস্তার উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।