বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পিক-আপের ধাক্কায় ভ্যান চালক নিহত

প্র‌তি‌নি‌ধি, সাতক্ষীরা

প্রকাশিত: ১৫:১২, ৪ জুলাই ২০২৫

সাতক্ষীরায় পিক-আপের ধাক্কায় ভ্যান চালক নিহত

সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় সুলতান আলী (৫৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।

শুক্রবার (৪ জুলাই) সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এক দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী জেলার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।  আহত উদয় ঢালী আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে।

আহত উদয় ঢালী জানান, তিনি কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে সুলতান আলীর ভ্যানযোগে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে দহাকুলা ভাটার মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়।

এ সময় চালক সুলতান আলী রাস্তায় ছিটকে পড়লে তার উপর দিয়েই পিকআপটি চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ছাড়া তিনি আহত হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও বলেন, সাতক্ষীরা-আশাশুনি সড়কের বিভিন্ন স্থানে বিশেষ করে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ে ছোট বড় খাদ তৈরি হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: