
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গোসল করার সময় পানিতে ডুবে যায় তারা। রোববার বেলা বারোটার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) ও জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৭)। তারা দু’জনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো।
সজীব হোসেন জানান, বিদ্যালয় ছুটি শেষে রোববার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি- তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে তারা জাগ দেওয়া পাটের ওপরে উঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে জুবায়েদও পড়ে যায় পানিতে। পরে রাব্বি দ্রুত বাড়িতে গিয়ে তাদের পিতা-মাতাকে ঘটনাটি বলে। খবর পেয়ে পিতা-মাতাসহ নিকট আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে নদ থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে।
জীবননগর থানা পুলিশের ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।