
কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। আলফাডাঙ্গা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ছিল এই আয়োজন।
শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ, বেগম সালেহা একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক সদস্য পলি বেগম ও বেগম সালেহা একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী আমেনা খাতুন।