বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এনপিপি চেয়ারম্যানের শোক 

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মায়ের মৃত্যু

প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল) 

প্রকাশিত: ১৮:৩৫, ১২ আগস্ট ২০২৫

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মায়ের মৃত্যু

ঐতিহ্যবাহী নড়াইল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের মাতা মাহামুদা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। 

সোমবার বিকেল ৫ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমা মাহামুদা খাতুন জয়পুর গ্রামের মৃত কৃষিকর্মকর্তা (অব.) আক্তারুজ্জামানের সহধর্মিণী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে জয়পুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে লোহাগড়া বাজারস্থ গোরস্থানে মরহুমার  দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়া তার মৃত্যু সংবাদে নড়াইলের ডেপুটি কমিশনার (ডিসি) শারমিন আক্তার জাহান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ  মরহুমার বাসভবনে উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: