
নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়ার কাদের শিকদারের ছেলে। তার পিতা কুয়েত প্রবাসী।
কাগজীপাড়া গ্রামের মুফতি এম হেদায়েত হোসাইন জানান, মঙ্গলবার সকাল ১০টার পরে রাকিব শিকদার কাগজীপাড়া গ্রামের ওলিয়ার রহমানের নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠে। এ সময় অসাবধানবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙে যায় ও বুকে-মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস বলেন, ‘বেলা ১১ টা ৩৯ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।’
হবখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম হোসেন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালের দিকে প্রতিবেশীর নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাকিবের পিতা কাদের শিকদার কুয়েত প্রবাসী।’
এদিকে রাকিবের মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।