
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁনমিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার গভীররাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গ্রামটির মৃত মালেক শেখের ছেলে।
সালথা থানার ওসিআতাউর রহমান বলেন, চাঁনমিয়া বাউশখালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ধরতে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছিলো পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।