বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ ডলার

রানার ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ১০:৪২, ১২ আগস্ট ২০২৫

৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ ডলার

আগস্টের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী থেকে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড় ৭ কোটি ৫০ লাখ ডলারের মতো।

সোমবার (১১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আগস্টের প্রথম ৯ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ৫০ লাখ ১৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আগের বছরের  আগস্ট মাসে এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ডলার।

এ হিসাবে আগের মাস জুলাইয়ের চেয়ে প্রবাসী আয় কিছুটা কমলেও আগের বছরের আগষ্টের চেয়ে বেশ খানিক কমেছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার।

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: